করোনাভাইরাসে আ;ক্রান্ত হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাবেক এক শিক্ষার্থী মা;রা গেছেন।
বুধবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তিনি মা;রা যান। মৃ;ত নবনীতা সরকার মিতু বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একই বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকারের সহধর্মিণী। মৃ;ত্যুকালে তার বয়স হয়েছিলো ২৫ বছর। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এদিকে তার মৃ;ত্যুতে গ;ভীর ;শো;ক প্রকাশ করেছে বিশ্ববি;দ্যালয় প্রশাসন।