
শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে এক মণ ওজনের এক কাঁঠাল বিক্রি হয়েছে এক হাজার ৫০০ টাকায়।
সোমবার বিকেলে শরীয়তপুর সদরে কাঁঠালটি বিক্রি হয়। এই কাঁঠাল দেখতে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা। এক মণ ওজনের কাঁঠাল গাড়ি থেকে নামিয়ে বাজার পর্যন্ত আনতে দুইজন লোক লেগেছে।




উৎসুক জনতার বেশ কয়েকজনের ভাষ্য, এতো বড় কাঁঠাল জীবনে প্রথমবার দেখছেন তারা। অনেকে কাঁঠালের ছবি তুলেছেন। কেউ কেউ আবার কাঁঠালের সঙ্গে সেলফি তুলেছেন।




কাঁঠালটির বিক্রেতা মো. ইসমাইল বয়াতি বলেন, কাঁঠালটির ওজন ৩৮ কেজি। বিক্রির জন্য তিনি এর দাম চেয়েছিলেন ২ হাজার ৫০০ টাকা। পরে এক হাজার ৫০০ টাকায় কাঁঠালটি বিক্রি করেন তিনি। বিকেলে তিনি স্বর্ণঘোষ এলাকা থেকে অটোরিকশা দিয়ে কাঁঠালটি নিয়ে জেলা শহরের তুলাসার শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসেন। নিরু দাস নামে এক লোক দরদাম করে কাঁঠালটি কিনে নেন।




ইসমাইল আরো বলেন, গাছটিতে পাঁচ বছর যাবত একটিই কাঁঠাল ধরে। এই কাঁঠাল বাজারে আনার পথে কত মানুষ যে ছবি তুলেছেন তার ইয়ত্তা নেই। এত বড় কাঁঠাল দেখে মানুষ বেশ অবাক হয়েছে এবং আনন্দ পেয়েছে।




Leave a Reply